শামীম মিয়া,মির্জাপুর,টাঙ্গাইল
টাঙ্গাইলের মির্জাপুরে আবারও করোনায় আক্রান্ত হয়েছে ১জন পরিচ্ছন্নতাকর্মী ও ১জন রাজমিস্ত্রীসহ ২জন।বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাকসুদা খানম।
জানাগেছে,আক্রান্ত ব্যক্তিরা হলেন,মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (ক্লিনার) পরিচ্ছন্নতাকর্মী (২৮) ও উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া গ্রামের বাসিন্দা রাজমিস্ত্রি (২৫)।গত ৪ মে সোমবার ৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরন করা হয়।নমুনা পরীক্ষা শেষে এই ২ জনের মধ্যে করোনা শনাক্ত হয়।
এ নিয়ে মির্জাপুর উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ০৭ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১জনের ও সুস্থ্য হয়েছেন ১ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন। সংবাদটি করা পর্যন্ত তথ্যে নতুন আক্রান্ত দু’জনের চিকিৎসার বিষয়ে আলোচনা চলছে।
উল্লেখ্য গত (০৫‘মে) মঙ্গলবার মির্জাপুর উপজেলায় দু’জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।
Leave a Reply