স্বাগত সরকার শুভ (খালিয়াজুরী) নেত্রকোনা :নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একই ব্যক্তিদ্বয়ের করোনা সংক্রমণ রিপোর্টে প্রথমে পজেটিভ আসলেও তিন দিনের ব্যাবধানে দ্বিতীয় বারের পরীক্ষায় তাদের রেজাল্ট এসেছে নেগেটিভ।
শুক্রবার (৮ মে) সন্ধ্যায় ওই তথ্য নিশ্চিত করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আতাউল-গণি-উসমানী জানান, এ স্বাস্থ্য কমেপ্লেক্সে ১০ দিনের রোস্টার ডিউটি শেষ করার পর কোন রকম উপসর্গ ছাড়াই এখানকার মেডিকেল অফিসার ডাঃ মাসুদুর রহমান ও স্বাস্থ্য পরিদর্শক মো. দেলোয়া হোসেনের করোনা পরীক্ষার নমুনা প্রথমে ৩ মে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে। এতে ৫ মে করা এ পরীক্ষার রিপোর্টে তাদের শরীরে কোভিড-১৯ পজেটিভ আসে। পরে ৬ মে ময়মনসিংহের এসকে হাসপাতালে আইসোলেশনে পাঠানোসহ তাদের আবারো শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। এ নমুনায় একই ল্যাবের পরীক্ষায় গত ৭ মে রাতে ধরা পড়ে কোভিড-১৯ নেগেটভ। তিন দিনের ব্যাবধানে দু’রকম রেজাল্ট পেয়ে ৮ মে তৃতীয় বারের মতো তারা আবারো ওই ল্যাবেই নমুনা পাঠিয়েছেন পরীক্ষার জন্য।
You cannot copy content of this page