মোঃ ছিদ্দিক, ভোলা প্রতিনিধি ভোলার দৌলতখানে কর্মহীন হয়ে পড়া অসহায় ও শ্রমজীবী ৭০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন সুকদেব স্কুল মোড় যুব সংঘ।
শুক্রবার সকালে সুকদেব মদন মহন মাধ্যমিক বিদ্যালয় কক্ষে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
যুব সংঘের পরিচালক মিজানুর রহমান জানান, করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়েছেন অনেক অসহায় ও শ্রমজীবী মানুষ। এর মধ্যে কিছু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের এই উদ্যোগ। আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হলো, মসজিদ ও রাস্তাঘাটের কাজ করা এবং কিছু অসহায় পরিবার আছে যাদের ছেলে-মেয়েদের লেখাপড়া করাতে পারেনা। ওই পরিবারের পাশে আমরা দাঁড়াবো।
এ সময় উপস্থিত ছিলেন, যুব সংঘের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত শিক্ষক আবু তাহের (রতন), নুরুল হক, সুকদেব মদন মহন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুল ইসলাম, সেচ্ছাসেবী সংগঠন যুব সংঘের পরিচালক মিজানুর রহমান প্রমূখ।
Leave a Reply