মামুন কৌশিক নেত্রকোণা জেলা প্রতিনিধি:বারহাট্টা উপজেলায় রায়পুর ইউনিয়নের লামাপাড়া গ্রামের আব্দুল মন্নাফের ৫ ম শ্রেণীতে পড়া মেয়ে মনি আক্তার। নিখোঁজের একদিন পরে যার লাশ হাত পা বাধা অবস্থায় গত পহেলা মে শুক্রবার সকাল ১১ টার সময় একই এলাকার মান্দারতলায় একটি বাড়ির পিছনের জঙ্গলের গর্ত থেকে উদ্ধার করে পুলিশ।ঘটনার চারদিন পরেই আসামী সুলতানকে তার শ্বশুর বাড়ি দশধার থেকে গ্রেফতার করে বারহাট্টা থানা পুলিশ।বারহাট্টা থানার অফিসার ইন চার্জ মিজানুর রহমান বলেন যে, আজকে নেত্রকোণা জেলার মানবিক পুলিশ সুপার জনাব আকবর আলী মুন্সি মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এস এম আশরাফুল আলমের উপস্থিতে নরপশুর হাতে মৃত মনি আক্তারের অসহায় বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সান্ত্বনা দেওয়া হয়েছে।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত এস এম আশরাফুল আলম মনির মা বাবাকে অপরাধীর সর্বোচ্চ বিচারের আশ্বাস দেন।এছাড়াও নেত্রকোণা জেলা পুলিশের পক্ষ থেকে মনির বাবার হাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।
You cannot copy content of this page