সবুজ সরকারঃ
সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় জিধুরী গ্রামে রাধা গোবিন্দ মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) ভোরে উপজেলার জিধুরী আদালত পাড়া রাধা গোবিন্দ মন্দিরে এ ঘটনা ঘটে। মন্দিরে থাকা চারটি প্রতিমার মধ্যে গৌর ও নিতাইয়ের হাত ভেঙ্গে ফেলে দুর্বৃত্তরা।
খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম, বেলকুচি প্যানেল মেয়র ইকবাল রানা, বেলকুচি পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বৈদ্যনাথ রায়, বেলকুচি উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি জয় সংকর সাহা, সাধারণ সম্পাদক বৈদ্যনাথ সাহা, গণ যোগাযোগ বিষয়ক সম্পাদক সবুজ সরকার, বেলকুচি পৌরসভার হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ রায়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরে কোন এক সময়ে মন্দিরের বাঁশের দরজা ভেঙ্গে দুর্বৃত্তরা ভিতরে ঢুকে। তারা মন্দিরের চারটি প্রতিমার মধ্যে দুইটা প্রতিমার হাত ভেঙ্গে ফেলে। শুক্রবার সকালের দিকে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে মন্দিরে গেলে প্রতিমা ভাংচুরের বিষয়টি ধরা পড়ে।
বেলকুচি উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি জয় সংকর সাহা বলেন, প্রতিমা ভাংচুরের ঘটনায় অতি দুঃখজনক। যারা প্রতিমা ভাংচুরের সাথে জড়িত তাদের গ্রেপ্তার করে শাস্তির দাবী জানাই।
বেলকুচি পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বৈদ্যনাথ রায় বলেন, অসাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে যারা মসজিদ-মন্দিরে হামলা করে তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।
এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ঘটনাটি শোনার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি আমরা অনুসন্ধান করছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply