মধুপুর উপজেলা প্রতিনিধিঃ-
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলার কারণে কর্মহীন হয়ে পরা নিম্ন আয়ের অসহায় হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন মধুপুর ধনবারির সাবেক এমপি আনোয়ার
সার্বিক ব্যবস্থপনায় শুক্রবার (৮ মে) সকালে মধুপুর পৌর এলাকায় জটাবাড়ি গ্রামে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিরণকালে উপস্থিত ছিলেন,খ: সাকের আহমেদ ( সাবেক যুগ্ন সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার)
খ: মিজানুর রহমান ( উপ- পরিচালক (সীড) ময়মনসিংহ, কৃষি মন্ত্রণালয়)
মো: শাহাবুদ্দিন (উপ- মহাপরিচালক, সামরিক ভূ- সম্পওি অধিদপ্তর, ঢাকা ক্যান্ট:)
আলহাজ্ব শহীদুল্লাহ্ (সহ: সুপার, ভাইঘাট মাদ্রাসা)
মো: হেকমত আলী ( ব্যাংক কর্মকর্তা)
আরো উপস্থিত ছিলেন মধুপুর সাদমান আনোয়ার রবিন।
মো: শামীম হোসেন
লিটন ঘোষ
মো: স্বপন মিয়া প্রমুখ
Leave a Reply