সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন পরিষদে আ.লীগের উদ্যোগে করোনায় ঘরে থাকা তিনশত দুঃস্থ পরিবারকে খাদ্য সামগ্রি দিয়ে সহযোগিতা করা হয়েছে। সহায়তা সামগ্রির মধ্যে ছিল ১০ কেজি চাল এবং সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় এর অর্থায়নে ১ কেজি ছোলা ও আধা কেজি চিনি।
শুক্রবার দুপুরে বিতরণকালে প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন, “ঘরে থাকলে আপনিই নিরাপদ, করোনা মোকাবেলার চাবি জনগণেরর হাতে, আর ঘরে থাকা কালীন খেঁটে খাওয়া দুঃস্থদের খাদ্য সহযোগিতা দেবে সরকার। তারই ধারাবাহিকতায় এই খাদ্য সামগ্রি বিতরণ চলছে।”
বিতরণকালে উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা, ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী খান, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম মাস্টার সহ আ.লীগের বিভিন্ন অঙ্গসংগঠণের নেতৃবৃন্দ।
Leave a Reply