মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে স্টেশনের কুলি শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধা সাড়ে ৭টায় স্থানীয় রেলস্টেশন চত্বরে উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টনের ব্যাক্তিগত তহবিল থেকে কুলি শ্রমিকদের মাঝে খাদ্য এই সামগ্রী বিতরণ করা হয়।
কুলি শ্রমিকদের হাতে খাদ্য সামগ্রী
তুলেদন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা সবুজ,পৌর ছাত্রলীগের সভাপতি মুশফিকুর রহমান রিয়াদ,সাংগঠনিক সম্পাদক
সোহাগ হোসেন অন্তর প্রমুখ ।
উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে লকডাউন ও জানবাহন চলাচল বন্ধ থাকায় কর্মহিন হয়ে পড়েছে কুলি শ্রমিকরা এতেকরে তাদের রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ায়, অন্যান্য শ্রমজীবি মানুষের ন্যায় তাদেরও সংসার অচল হয়ে পড়েছে। একারনে তাদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
You cannot copy content of this page