যশোর প্রতিনিধিঃযশোরের মণিরামপুরে শাহাদুল্লাহ মিঝি (৮৮) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার সকালে উপজেলার কাশিমনগর দক্ষিণপাড়ায় এই ঘটনা ঘটে।নিহত শাহাদুল্লাহ ওই গ্রামের বজলুর রহমানের ছেলে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা স্পষ্ট নয়।
বৃদ্ধের ছোট ছেলের বউ রিনা বেগম জানান,শুক্রবার রাতের খাবার সেরে ঘুমিয়ে পড়েন তিনি। শনিবার সকালে ডাকাডাকি করে তাকে ঘরে পাওয়া যায়নি।পরে সকাল সাড়ে ছয়টার দিকে বাড়ির পাশে বাঁশবাগানে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। বাগানে বাঁশের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি।
বৃদ্ধ কয়েকদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে দাবি ছেলেদের।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জিএম আহাদ আলী বলেন, ‘তিনি আমার খুব কাছের মানুষ। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন।কেন যে আত্মহত্যা করেছেন বুঝতে পারছি না। সকালে আমি উপস্থিত থেকে মরদেহ নামিয়েছি।
এ ব্যাপারে মনিরামপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শেখ আকতারুজ্জামান বলেন,খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃদ্ধ আত্মহত্যা করেছেন।ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।
You cannot copy content of this page