নড়াইল প্রতিনিধি : শ্বশুর বাড়ি থেকে ইবাদত শেক (৩৫) নামে এক জামাইয়ের ঝুলন্ত লাশ নড়াইলের কালিয়া থানা পুলিশ উদ্ধার করেছে। রোববার (১০ মে) সকালে উপজেলার আমতলা গ্রামের ছিদ্দিক শরীফের বাড়ি থেকে ওই লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার ফুলদাহ গ্রামের সবুর শেখের ছেলে। ইবাদতের মৃত্যুকে হত্যাকান্ড বলে দাবি করেছে তার স্বজনরা।
পুলিশ ও তার পারিবারিক সুত্র জানায়, শনিবার (৯ এপ্রিল) বিকালে ইবাদত স্ত্রী ও সন্তানদের নিয়ে পাশের গ্রাম চাচুডীতে এক আত্মীয়ের বাড়িতে ইফতারের দাওয়াতে অংশ নিয়ে তার নিজস্ব ভ্যানে করে স্ত্রী আমেনা বেগমসহ তার সন্তানদের শ্বশুর বাড়িতে রেখে রাতে নিজ বাড়ি ফুলদাহ গ্রামে চলে যায়। রোববার সকালে ওই বাড়ির আশপাশের শিশুরা আম কুড়াতে গিয়ে ছিদ্দিক শরীফের বাড়ির সামনে একটি বেকি বেড়ার সঙ্গে গামছা দিয়ে জুলন্ত অবস্থায় ইবাদতের লাশ দেকতে পায়। তখন তারা চিৎকার শুরু করলে শ্বশুর বাড়ির লোকজন এসে জামইয়ের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
এ বিষয় ইবাদের স্ত্রী আমেনা বেগম অভিযোগ করে বলেন, ‘রাত প্রায় ১০ টার দিকে মোবাইল ফোনে আমার স্বামীর সঙ্গে কথা হয়। তখন তিনি আমার শ্বশুরবাড়ি ছিল। আমার বিশ্বাস আমার স্বামীকে কেউ পূর্বপরিকল্পিত ভাবে হত্যার পর তার লাশটি আমার পিতার বাড়ির সামনে বেড়ায় ঝুলিয়ে রেখে গেছে।’
এ প্রসঙ্গে সহকারি পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রিপন চন্দ্র সরকার বলেন, ‘ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ইবাদতের লাশ নড়াইল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর আইন মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।’ #
Leave a Reply