মোঃ ছিদ্দিক, ভোলা প্রতিনিধিঃ ভোলার দৌলতখানে প্রথমবারের মতো কামরুজ্জামান মজনু নামের দৌলতখান হাসপাতালের সহকারী ল্যাব টেকনিশিয়ান এর শরীরে করোনা ভাইরাস কোভিড -১৯ শনাক্ত হয়েছে।
রোববার সন্ধ্যায় দৌলতখান হাসপাতাল কর্তৃপক্ষকে এ তথ্য নিশ্চিত করেছে আইডিসিআর
আক্রান্ত ওই ব্যক্তি ভোলা সদর উপজেলার বাসিন্দা।
হাসপাতাল সুত্রে জানা যায় ,৭ মে করোনার কোন উপসর্গ ছাড়াই ওই চিকিৎসক তার নমুনা সংগ্রহ করে দৌলতখান হাসপাতালের মাধ্যমে আইডিসিআরে পাঠান ।
এ ব্যাপারে দৌলতখান হাসপাতালের পঃপঃ কর্মকর্তা আনিসুর রহমান জানান, করোনা শনাক্তের বিষয়টি সন্ধ্যার দিকে জানতে পেরেছি ।
তার শারীরিক অবস্থা বিবেচনা করে করে চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বতমানে দৌলতখান হাসপাতালের ল্যাব ও আউটডোর বন্ধ করে দেয়া হয়েছে
১০/৫/২০২০
You cannot copy content of this page