মারুফ সরকার ,ঢাকা থেকে :
দেশের ২৫% মানুষকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে সরকার কর্তৃক রেশন কার্ড প্রদানে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখার আহবান জানিয়ে দেশের সব জেলা প্রশাসককে চিঠি দিয়েছে বাংলাদেশ কংগ্রেস। ই-মেইলে প্রেরিত উক্ত চিঠিতে দলটির চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেন বলেছেন, রেশন কার্ড তৈরী ও বিতরণ সংক্রান্ত কমিটিতে বিভিন্ন দলের প্রতিনিধি ছাড়াও মসজিদের ইমাম, সংবাদকর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদেরকে অন্তর্ভূক্ত করতে হবে।
অন্যথায় নিরপেক্ষতা বজায় থাকবে না এবং অনেক নায্য ব্যক্তি সরকারের এই বিশেষ সহযোগিতা প্রাপ্তি থেকে বঞ্চিত হবেন। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে দলীয় বিবেচনায় কার্ড বিতরণের খবর গণমাধ্যমে এসেছে। সুতরাং উপজেলা নির্বাহী অফিসারদের তত্ত্বাবধানে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারী কর্মকর্তাদের নেতৃত্বে সংশ্লিষ্ট কমিটিগুলো করা হোক এবং তাদের উপস্থিতিতে সার্বিক কর্মকান্ড পরিচালনা করা হোক।
উক্ত ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানিয়ে চিঠিতে জেলা প্রশাসকদেরকে বলা হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে জনগণের জন্য সরকারের এই বিশেষ আর্থিক সহযোগিতা প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ হয়ে থাকবে এবং কোন রকম অনিয়ম বা পক্ষপাতিত্বের কারণে যেন এটি প্রশ্নবিদ্ধ না হয়। দেশের সকল উপজেলা নির্বাহী অফিসারকে ই-মেইলে উক্ত চিঠির অনুলিপি প্রেরণ করা হয়।
You cannot copy content of this page