এইচ এম দবির তালুকদার, স্পেন প্রতিনিধিঃ
এখন বিশ্বব্যাপী মহামারী আতঙ্কের নাম কভিড ১৯ করোনা ভাইরাস,বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবংগবেষণাগার এখনো খুঁজে পাচ্ছেনা প্রতিষেধক l
মূলত গেল ডিসেম্বরে চীনের উহান থেকে এটির প্রদুর্ভাব শুরু হয়, ভাইরাসটি আজ ধীরে ধীরে পুরো পৃথিবীকে গ্রাস করে নিচ্ছে l
আজ বিশ্বব্যাপী আতঙ্কের নাম করোনা ভাইরাস যার আক্রমণে লন্ডভন্ড হয়ে পড়েছে ইউরোপের শক্তিশালী দেশ গুলি তার মধ্যে স্পেন বেশি ক্ষতিগ্রস্ত l
ব্যবসা-বাণিজ্য বন্ধ কর্মবিরতি চলছে, কভিড ১৯ করোনা ভাইরাস মোকাবেলায় হিমশিম খাচ্ছে দেশটির নতুন সরকার ধসে পড়ছে অর্থনীতি l
দেশ ও জনগণের কথা চিন্তা করে গত ১৪ মার্চ পুরো দেশে লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার পেদ্রো সানচেজ,এঅবস্থা চলবে আগামী ২৬এপ্রিল পর্যন্ত l
জীবন-জীবিকার তাগিদে একদিন বাংলাদেশ থেকে ছুটে আসা মানুষ গুলি নোঙ্গর ফেলেছে আটলান্টিক আর ভূমধ্যসাগরের তীরে অবস্থিত স্পেনে l
স্পেনের বিভিন্ন শহরে প্রায় ২২থেকে ২৩ হাজার বাঙালির বসবাস তার মধ্যে লিগ্যাল এবং ইলিগ্যাল মিলিয়ে শুধু মাদ্রিদে বসবাস করেন ১৪হাজারের ও বেশি বাংলাদেশী l
স্পেনের রাজধানী মাদ্রিদে কভিড ১৯ করুনা ভাইরাসে মৃত এবং আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি l
ঘরে বন্দিদশায় মানুষ অনেকের আবার চাকরি চলে গেছে, শত শত বাংলাদেশী যুবক অবৈধভাবে দেশটিতে প্রবেশ করে এখন পড়েছেন মহাবিপদে l
বৈধ কাগজ নেই রাস্তায় ব্যবসা করে জীবিকা অন্বেষণ ছিল একমাত্র সম্বল,দেশটিতে লকডাউন এবং হোম কোয়ারেন্টাইন আইন জারির পর থেকে খাদ্যসহ নানাবিধ সমস্যার মুখোমুখি হচ্ছেন তাঁরা l
প্রবাসের মাটিতে যাদের বৈধ কাগজ নেই তারা সত্যিই বড় অসহায়,তাদেরকে সহযোগিতা করতে ত্রাণ তহবিল গঠন করেছে বাংলাদেশ এসোসিয়েশনের নির্বাচিত কমিটি l
গতকাল যখন ত্রাণ বোঝাই ট্রাক এসে পৌছালো মাদ্রিদের বাইতুল মুকাররম বাংলাদেশ মসজিদে তখন চোখে পড়ে অন্য দৃশ্য l
ট্রাকের মাল আনলোড করতে নিজের কাঁধে বোঝা তুলে নিলেন ঢাকা ফ্রুতাস এর চেয়ারম্যান আল আমিন মিয়া, ছিলেন বৃহত্তর ঢাকা মাদ্রিদের সভাপতি সোহেল ভূইয়া,মাসুদ রহমান,এসোসিয়েশনের সম্পাদক কামরুজ্জামান সুন্দর, আবুল হাসেম মেম্বার অর্থ সম্পাদক .আবু বক্কর প্রছার সম্পাদক ছাড়াও নাম না জানা আরো অনেক l
তখন সাংবাদিকদের ক্যামেরায় বন্দী হয় ছবিটি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়ে পরে l
দুর্দিনে অসহায় মানুষের জন্য নিজের কাঁধে বোঝা তুলে মাদ্রিদে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন ঢাকা ফ্রুতাস এর চেয়ারম্যান আল আমিন মিয়া l
আল আমিন মিয়ার, স্পেনে ঢাকা ফ্রুতাস নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান অছে যেখানে প্রায় দুইশত বাঙালি এবং একশত এর অধিক অন্যান্য দেশের শ্রমিক কাজ করে থাকেন l
আল আমিন মিয়ার প্রতিষ্ঠানে যারা কাজ করেন তাদের অনেকের সাথে কথা বলে জানা যায় গত ৭মার্চ স্পেনের লকডাউন এরপর কর্মবিরতির কারণে আর্থিক সংকটে পরেন অনেকেই l
তাদের কথা চিন্তা করে ঢাকা ফ্রুতাস এর স্বত্বাধিকারী আল আমিন মিয়া, ৪০০০০হাজার ইউরো তাদের সম্মানে আর্থিক অনুদান দিয়েছেন,সংকটের কিছু হলেও স্বস্তি পেয়েছেন প্রতিষ্টানের কর্মীরা l
আল আমিন মিয়াকে,ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি সামাজিক কাজে অংশগ্রহণ এবং বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করতে দেখা গেছে l
তিনি বাংলাদেশের গেল রোহিঙ্গাদের সংকট সময়ে বাসস্থান খাদ্য ঔষধের জন্য হাত খুলে দান করেছেন, তাছাড়াও মাদ্রিদের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে সাধ্যমত দান করে আসছেন সবসময়।
তিনি বাংলাদেশে ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মন্দিরে সহযোগিতা ছাড়াও,মাদ্রিদে একটি মরক্কো মসজিদ পরিচালনার দায়িত্বে রয়েছে।
স্পেনে বাংলাদেশি কেউ নতুন এসে সমস্যার কথা বললে পার্ট টাইম জব এবং সহযোগিতা হাত বাড়িয়ে দিতে কৃপণতা বোধ করেন না।
এমন সুন্দর মনের মানুষজন প্রতিটি সমাজেই জন্ম হোক আর পরিপূর্ণ হয়ে উঠুক পৃথিবীর সকল সমাজ,এটাই হোক মানবিক বিশ্বে সকল মানুষের প্রাণের দাবি!
You cannot copy content of this page