সোহেল রানা,যশোর প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছায় নাজমুল আলম লিটন (৪০) নামে খুনের মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকালে হাজিরবাগের পাঁচপোতা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।নাজমুল আলম লিটন পাঁচপোতা গ্রামের আব্দুল ওহাবের ছেলে ও হাজিরবাগ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।
পুলিশ সূত্রে জানায়,গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, খুনের মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইউপি সদস্য নাজমুল আলম লিটন দীর্ঘদিন গোপনে থাকার পর এলাকায় ফিরে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের চৌকশ (এএসআই) নিয়ামুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রিপন বালা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,আটক নাজমুল ইসলাম লিটনকে মঙ্গলবার যশোর আদালতে পাঠানো হবে।
Leave a Reply