মো. জোবায়ের পারভেজ শোভন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বেসরকারি প্রতিষ্ঠান এনজিও সংস্থা ‘আশা’ এর উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় হতদরিদ্রদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। জেলায় ২ হাজার ১শ পরিবারের মাঝে বিতরনের অংশ হিসেবে ভাঙ্গায় ২০০ পরিবারের মাঝে ১০ কেজি চাউল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তৈল ও ১ কেজি লবন তুলে দেওয়া হয়।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ত্রান বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম হাবিবুর রহমান। উপজেলা নিবার্হী কর্মকর্তা রকিবুর রহমান খানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, ‘আশার’ ভাঙ্গা অঞ্চলের আর.এম মুজিবুর রহমান, ‘আশার’ সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার হাবিবুর রহমান, ভাঙ্গা সদর-১ সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মিজানুর রহমান খান, ভাঙ্গা সদর-২ ব্রাঞ্চ ও ভাঙ্গা সদর-১ এর এবিএম জাকির হোসেন প্রমুখ। সভায় আশার কর্মকর্তারা জানান, সারাদেশে করোনায় ক্ষতিগ্রস্থ হতদরিদ্রদের সাহায্যার্থে সরকারের পাশাপাশি তারা মানবতার ডাকে সাড়া দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ভবিষ্যতেও তারা এ কার্য্যক্রম অব্যাহত রাখবেন।
You cannot copy content of this page