প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৯:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২০, ২:০৬ অপরাহ্ণ
আব্দুন নূর, নেত্রকোনা প্রতিনিধিঃ ঈদুল ফিতরের পর পরই দেশের সকল কওমি মাদরাসা খোলে দেয়ার আহবান জানিয়েছেন নেত্রকোনা জেলার অর্ধশত আলেম।
মঙ্গলবার বিকেলে মাওলানা আসাআদুর রহমান আকন্দ সাহেবের স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেত্রকোনা জেলার আলেমগন বলেন লকডাউন পরিস্থিতি জারির প্রায় দেড় মাস পর সরকার যখন জনগণের কল্যাণে সবকিছুই শর্তসাপেক্ষে উন্মুক্ত করে দিতে শুরু করেছেন, সেহেতু দেশের শান্তিপ্রিয় সুশৃঙ্খল এবং সবচেয়ে বেশি নিয়ম মেনে চলতে অভ্যস্ত ও আনুগত্যশীল কাওমী শিক্ষার্থীদের আরো একটি শিক্ষাবর্ষে কুরআন ও হাদীসের শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকুক এটা কাম্য হতে পারে না।
সুতরাং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঈদের ছুটির পর কুরআন-হাদীস চর্চার কেন্দ্রস্থল কওমী মাদরাসাসমূহ খুলে দিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে কওমী অঙ্গনের সর্বোচ্চ ফোরাম আল-হাইআতুল উলইয়া বোর্ড কর্তৃপক্ষের প্রতি আমরা জোর দাবী জানাচ্ছি।
এ সময় জেলার সকল উলামায়ে কেরাম মধ্যে বিবৃতিতে সাক্ষর করেন
মাওলানা জিয়া উদ্দিন-, মুহতামিম জামিয়া শাহিদিয়া ইমদাদিয়া ঝাঞ্জাঈল,
মাওলানা আবুল কাশেম-মুহতামিম জামিয়া মিফতাহুল উলুম নেত্রকোনা,
মাওলানা সিরাজুল ইসলাম- মুহতামিম জামিয়া নূরিয়া দারুল উলূম নেত্রকোনা,
মাওলানা ইউসুফ- মুহতামিম আশরাফুল উলুম সুতারপুর,
মুফতি তাহের কাছেমী- মুহতামিম জামিয়া মাহমুদিয়া হাশেমিয়া নেত্রকোনা,
মাওলানা আব্দুল কাইয়ু- মুহতামিম জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মালনী, মাওলানা আসাদুর রহমান আকন্দ- মুহতামিম জামিয়া রাহেলা পারভীন তাহযীবুল বানাত নেত্রকোনা,
হাফেজ দেলোয়ার হোসাইন- মুহতামিম নাগড়া হাফিজিয়া মাদরাসা, মাওঃ আনিছুর রহমান,মাওঃ খালিদ সাইফল্লাহ-মুহতামিম মাদরাসাতুল আরকাম নেত্রকোনা,
মাওঃ মোশাররফ হোসাইন- পর্বধলা, মাওঃ নূর মোহাম্মদ – পর্বধলা, মাওঃ মামুনুর রশিদ- দূর্গাপুর, মুফতি অলিউল্লাহ- দূর্গাপুর, মাওঃ মাহমুদুল হাসান -মুহতামিম জামিয়া কাসিমিয়া মোহনগঞ্জ, মাওঃ মাসুম আহমাদ-মুহতামিম জামিয়া মাদানিয়া নওহাল মোহনগঞ্জ, মাওলানা রুহুল আমীন নগরী-পরিচালক- নগর মাদানিয়া বালক-বালিকা মাদরাসা, মাওলানা আল আমীন-মুহতামিম খাদিমুল কুরআন কওমি মাদরাসা ঝিমটি,
মুফতী শেখ ফারুক আহমাদ,নেত্রকোনা
মুফতি আনোয়ার হোসাইন – বারহাট্রা,
মাওঃ লুৎফুর রহমান বারহাট্রা, মাওঃ বুরহান উদ্দিন কেন্দুয়া, মাওঃ হারুনুর রশীদ ফারুকী কেন্দুয়া, মাওঃ আব্দুল কাদির কলমাকান্দা,
মুফতি যাইনুল আবেদীন কলমাকান্দা,
মাওঃ মফিজুর রহমান আটপাড়া,মাওঃ আব্দুল ওয়াহিদ মদন, মুফতি আনোয়ার হোসাইন মদন,
মাওঃ ইউনুস সুতারপুরী,মাওঃ কামাল উদ্দিন খান,
মাওঃ নুরুল হক, মুফতি জাকারিয়া,মাওঃ এনামুল হক,মুফতি আহমাদ প্রমূখ ।
এর আগে দেশের শীর্ষস্থানীয় ৭২ জন হক্কানি ওলামা-মশায়েখ এক যৌথ বিবৃতিতে কওমি অঙ্গনের সর্বোচ্চ ফোরাম আল-হাইআতুল উলইয়া বোর্ড কর্তৃপক্ষের প্রতি আসন্ন ঈদুল ফিতরের পর কওমি মাদরাসাসমূহ খুলে দিতে জোর দাবি জানিয়েছেন।