মামুন সোহাগঃ আতঙ্ক কমেনি। সীমিত পরিসরে দেশের অনেক শপিংমল, কল-কারখানা খুলে দেবার পরেও জনমনে ঠিক আগের মতো স্বস্তি ফিরে আসেনি। চোখে দেখা পরিবেশ কিছুটা স্বাভাবিক হলেও ভয়ংকর এক রূপ ধারণ করেছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। তবুও ঈদকে সামনে রেখে নাছোড়বান্দা অনেক মানুষ কেনাকাটায় মেতে উঠছে। যত্রতত্র বের হচ্ছে ঘরের বাইরে।
আর এতে করোনা সংক্রমনের ঝুঁকিও বাড়ছে। তাই করোনার এই ক্রান্তিকালে সাধারন জনগনের করোনা থেকে সুরক্ষা দিতে মর্নিংবেল চিল্ড্রেন একাডেমির অর্থায়নে জীবানুনাশক বুথ স্থাপন করা হয়েছে।
১১ মে (মঙ্গলবার) ঝিনাইদহের মর্নিংবেল চিল্ড্রেন একাডেমির অর্থায়নে ৫৫ পদাতিক ডিভিশনের কারিগরি সহযোগিতায় ও ঝিনাইদহ পৌর সভার সার্বিক তত্বাবধানে পায়রা চত্ত্বর সংলগ্ন লিজা কনফেকশনারির সামনে মুন্সি মার্কেটের প্রবেশ দ্বারে করোনা জীবাণুনাশক বুথ স্থাপন করা হয়েছে।
জীবাণুনাশক বুথ উদ্বোধন করেন ঝিনাইদাহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু। সে সময় আরো উপস্থিত ছিলেন মর্নিংবেল চিলড্রেন একাডেমির অধ্যক্ষ শাহিনুর আলম লিটন, মোস্তফা ফাহিম, দিলিপ বিশ্বাস প্রমুখ।
অনেকটা স্বস্তি নিয়েই মর্নিংবেল চিলড্রেন একাডেমির অধ্যক্ষ শাহিনুর আলম লিটন বলেন যে, দুদিন আগে শহরের মার্কেট খুুলে দেওয়ার করনে মার্কেটগুলাতে জনগনের ভীড় বাড়তে থাকে। এ থেকে দেখা যায় যে, একজন আরেক জনের সাথে গায়েঁ গা লাগিয়ে দোকানগুলাতে কেনাকেটা করছে। তাদের মধ্যে সামাজিক দুরত্ব বজায় থাকছে না। আর এতে করে করোনা সংক্রমর ঝুঁকি থেকেই যাচ্ছে।
অধ্যক্ষ আরও বলেন, মানুষ এখন স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে। আমরা মানুষকে ঝুঁকিমুক্ত রাখার জন্য, আমরা মানুষকে জীবানুমুক্ত রাখার জন্য এই বুথটি স্থাপন করেছি।
Leave a Reply