মো.মিজানুর রহমান নাদিম,বরগুনা প্রতিনিধিঃ
করোনা ভাইরাস সংক্রমন রোধে বরগুনা জেলা প্রশাসকের কাছে আশা’র খাদ্য সামগ্রী হস্তান্তর করা
হয়েছে।
আজ মঙ্গলবার (১২মে)সকালে বরগুনা জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লাহ এ’র হাতে আশা ব্যাংকের পক্ষ থেকে বরিশাল ডিভিশনালের এডিশাল ম্যানেজার মো.রিয়াজ উদ্দিনের মাধ্যমে
৫০০ব্যাগ খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়।
জানা গেছে, করোনায় খাদ্য সংকট নিরসনে এনজিও সংস্থা আশা’র পক্ষ থেকে ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়।খাদ্য সামগ্রীর প্যাকেটগুলো জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হবে। এজন্য জেলা প্রশাসককে ৫০০ ও প্রত্যেকটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ২০০ প্যাকেট করে খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয়। প্রত্যেকটি প্যাকেটে চাল ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি, আলু, ১ লিটার ও ১ কেজি লবণ রয়েছে।
এ সময়ে উপস্থিত ছিলেন আশা ব্যাংকের বরগুনা জেলার ডিস্টিক্ট ম্যানেজার মো.মোশারফ হোসেন,রিজিওনাল ম্যানেজার মো.রাজ্জাক, বরগুনা সদর ০১ ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আলমগীর হোসেন,বরগুনা সদর ০২ ব্রাঞ্চ আলমগীর হোসেন সহ ব্রাঞ্চের সকল কর্মকর্তাবৃন্দরা।
Leave a Reply