যশোর প্রতিনিধিঃ
যশোরের সাড়াপোলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বাবু (৪০) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন।মঙ্গলবার ভোরের দিকে সদর উপজেলার সাড়াপোল এলাকায় এ বন্দুকযুদ্ধ ঘটনা ঘটে।
যশোরের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শেখ তাসমীম আলম জানান,গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সাড়াপোল এলাকায় অভিযান চালায় পুলিশ।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।
এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।পরে ঘটনাস্থল একজনকে পড়ে থাকতে দেখা যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।পরে এলাকাবাসী তাকে বাবু বলে শনাক্ত করেন।ঘটনাস্থল থেকে ২০০ পিস ইয়াবা,৫৪ বোতল ফেনসিডিল,একটি ওয়ান শুটারগান ও কিছু গুলির খোসা উদ্ধার করা হয়।
পুলিশের এ কর্মকর্তা দাবি করেন,ঘটনার সময় তাদের দুই কনস্টেবল আবু বকর ও খায়রুল আহত হন।তাদের যশোর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।তিনি আরও বলেন, নিহত বাবুর বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক,মাদকসহ ১২টি মামলা রয়েছে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মোহাম্মদ স্বপন জানান, মাথায় গুলিবিদ্ধ হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
You cannot copy content of this page