রাজু আহমেদ, নাটোর প্রতিনিধিঃ
শষ্য ভান্ডার খ্যাত চলনবিল অধ্যুষিত নাটোর জেলার সিংড়া উপজেলায় বোরো ধান ও চাল উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে এলএসডিতে বোরো ধান/চাল সংগ্রহ-২০২০ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরিন বানু।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন, ওসিএলএসডি বিদ্যুত কুমার, কাউন্সিলর জালাল উদ্দিন প্রমূখ।
সূত্রে জানা গেছে, এবার বিএসদের মাধ্যমে কৃষকদের তালিকা সংগ্রহ করে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করে স্ব স্ব ইউনিয়ন পরিষদ, সংশ্লিষ্ট বিভাগ ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তালিকা ঝুলিয়ে দেয়া হবে।
এবছর ৭ হাজার ২ শত ৪৭ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে বলে জানা গেছে।
চাল সংগ্রহ করা হবে সিদ্ধ চাল ৩৯১০ মেট্রিক টন, আতব চাল ২৯৭ মেট্রিক টন।
ধান ২৬ টাকা কেজি, আতব চাল ৩৫ টাকা এবং সিদ্ধ চাল ৩৬ টাকা কেজি নেয়া হবে বলে জানা গেছে।
রাজু আহমেদ
১২/০৫/২০
You cannot copy content of this page