মোঃ হেলাল উদ্দিন, কামারখন্দ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবজনিত কারণে কামারখন্দ উপজেলার দুঃস্থ ভিডিপি সদস্য সদস্যাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল এগারটার দিকে কামারখন্দ উপজেলার সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ মাঠে ৩০০ জন পুরুষ মহিলা আনসার সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।
জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল,পিঁয়াজ, আলু,তেল, মাস্ক।
এসময় করোনা ভাইরাস সচেতনতায় সরকারি নির্দেশনা মেনে চলে সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্য বিধি মেনে চলে সবার জীবনের নিরাপত্তার জন্য সকলকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়।
এসময় উপস্হিত ছিলেন, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত ই খোদা, কামারখন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম শহিদুল্লাহ সবুজ, সহকারী কমিশনার (ভূমি) শিফা নুসরাত, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা (সেলিম), কামারখন্দ থানার (ওসি তদন্ত) পলাশ চন্দ্র দেব, কামারখন্দ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা দুলাল চন্দ্র মাহাতো, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষিকা হোসনেয়ারা পারভিন প্রমুখ।
You cannot copy content of this page