সুজন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় দুই তরুণী ধর্ষণের মামলায় পাঁচজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের স্বীকার দুই তরুনী একে অপরের বোন।
বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ(তদন্ত) খায়রুল আনাম ডন।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রানীশংকৈল উপজেলার মহলবাড়ী গ্রামের তরুণী(১৯) বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে রানীশংকৈল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃতরা হলেন : রানীশংকৈল বাঁশবাড়ী গ্রামের আফাজ উদ্দীনের ছেলে জহিরুল ইসলাম (২৮),বাবুল মিস্ত্রির ছেলে রুবেল(২৬), জতিষ চন্দ্র রায়ের ছেলে শ্রী উপেন(২৮),রানীশংকৈল ৯নং ওয়ার্ডের মোহাম্মদ আলীর ছেলে ফয়জুল আকতার ফজলু(৩৫),রানীশংকৈল দক্ষিণ সন্ধ্যারাই গ্রামের শহিদুল ইলামের ছেলে মিলন(২০)।
এই মামলার অপর আরেক আসামী পীরগঞ্জ উপজেলার মৃত বাবুলের ছেলে আশরাফুল(২৩) এখনো পলাতক রয়েছে।
পুলিশ জানায়, গত ১১’মে দুপুরের দিকে জহিরুল ইসলাম কৌশলে রানীশংকৈল মহলবাড়ী সিটি অফিসের পিছনে অপর আসামী উপেনের বাসায় নিয়ে গিয়ে যায় দুই বোনকে। এ সময় মামলার অন্যান্য আসামী মিলন, রুবেল, ফয়জুল, আশরাফুল মিলে জোড়পূর্বক ধর্ষণ করে দুই বোনকে। পরে পাশের একটি ভূট্টা ক্ষেতে তাদের রেখে চলে যায় আসামীরা।
এ ঘটনায় মঙ্গলবার ভোর রাত ১টার দিকে দুই বোনের মধ্যে বড় বোন (১৯) বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়েরর পর থেকেই রানীশংকৈল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আজ মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়।
রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ(তদন্ত) খায়রুল আনাম ডন জানান, মামলার ৫ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়ও আরও ১জন আসামী পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত ৫জন আসামীকে কারাগারে পাঠানো হয়েছে। সেই সাথে ধর্ষণের স্বীকার সেই দুই বোনের(তরুণী) মেডিকেল করার জন্য পাঠানো হয়েছে।
Leave a Reply