প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৩:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২০, ৩:৪৫ অপরাহ্ণ
নেত্রকোনায় গত ২৪ ঘন্টয় ৬ জন করোনায় আক্রান্ত, সংখ্যা বেড়ে ৯৪ জন
আব্দুল নূর,নেত্রকোনা প্রতিনিধিঃ আজ বৃহঃবার বার নেত্রকোনায় আরো নতুন ৬ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন।
আজ বৃহঃবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবরেটরিতে পরীক্ষায় তাঁদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, পরীক্ষাগারে প্রেরিত নমুনার সংখ্যা সর্বমোট ২০০১টি। আজ ৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে শনাক্তকৃত ০৬ জন।তারা হলেন নেত্রকোনা সদর উপজেলায় ০৫জন।(০১ ডাক্তার সহ ৩ জন,সকলেই সদর হাসপাতালে কর্মরত),গোয়েন্দা বিভাগের ১জন।
(আক্রান্তদের বাড়ী যথাক্রমে পৌরএলাকার বড়ষ্টেশন, বলাইনগুয়া, সাতপাই, কাটলী ও বাড়ইপাড়া নাগড়া )
আরেক জন মৃত ফুলতারা, বয়স-৬০ গ্রাম- গোবিন্দশ্রী, ইউনিয়ন- গোবিন্দশ্রী, মদন, নেত্রকোণা। বিগত ০৮.০৫.২০২০ খ্রি. তারিখ নারায়নগঞ্জ থেকে নিজ বাড়ীতে আসেন,১০.০৫.২০২০ খ্রি. তারিখ সন্ধায় তিনি মৃত্যুবরন করেন, অদ্য ১৪.০৫.২০২০ খ্রি. ময়মনসিংহ পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত রির্পোট এ তিনি (কোভিড-১৯) পজেটিভ।
আজ পর্যন্ত সর্বমোট ১৬৩২টির রির্পোট পাওয়া গেছে।
জেলায় শনাক্তকৃত সর্বমোট ৯৪জন। আজ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৭জন। আজ পর্যন্ত মৃত্যু- ০২জন।
© 2024 Probashtime