দেশে শাবনূরের পাঠানো অর্থ তার সহকারী ও মেকআপ শিল্পী সেলিম অসচ্ছল শিল্পীদের সাহায্য করে যাচ্ছেন। সাহায্য হিসেবে মূলত খাদ্যপণ্য দেয়া হচ্ছে ২৫ কেজি চাল, পাঁচ কেজি তেল, পেঁয়াজ, রসুন, আলুসহ শুকনো খাবার। আবার কাউকে নগদ টাকাও দিচ্ছেন তিনি।
শাবনূরের এসব অস্বচ্ছল শিল্পীদের তালিকা করেন পরিচালক এম এ আউয়াল পিন্টু। তিনি জানান, এক মাস ধরে সহযোগিতা করে যাচ্ছেন এ নায়িকা। বিষয়টি প্রচারে না আনার অনুরোধ করেন শাবনূর। তাই জানানো হয়নি।
You cannot copy content of this page