করোনা ভাইরাস এর কারণে সাতক্ষীরার কালিগঞ্জে কর্মহীন পেশাজীবীদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৬মে) বিকাল ৪ টায় সাতক্ষীরা জেলা সমিতির সভাপতি এস,এম,খলিলুল্লাহ ঝড়ুর উদ্যোগে কর্মহীন সাংবাদিক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, নন এমপিও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও সাব রেজিষ্টি অফিসে কর্মরত মুহুরীদের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক এর চেয়ারম্যান এস, এম, আমজাদ হোসেন।
এসময় কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব আব্দুস সবুর, সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড এর সাবেক ক্রেডিট প্রধান হারুন-অর-রশিদ, বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক মোল্যা আব্দুল কাদের, বিশিষ্ট সমাজসেবক মুজিবুল হক, কালিগঞ্জ স্টার গ্রুপের পরিচালক আলহাজ্ব আজিজ আহমেদ পুটু প্রমূখ।
You cannot copy content of this page