সুজন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঃ সমাজিক দূরত্ব না মেনে ও স্বাস্থ্যবিধি অমান্য করে ঠাকুরগাঁওয়ে মার্কেটগুলো পরিচালনা করায় জেলার সকল শপিংমল গুলো বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
রোবাবর বিকালে বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম।
জেলা প্রশাসক জানান, ঈদ উল ফিতর উপলক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে সরকার ঘোষিত শর্তসাপেক্ষে গত ১০মে থেকেই ঠাকুরগাঁওয়ের মার্কেটগুলো খুলেছেন ব্যবসায়ীরা। কিন্তু গত কয়েকদিন ধরেই মাকের্টগুলোতে জনগনের উপচে পড়া ভিড় দেখে যায়। নির্দেশনা যথাযথভাবে পালন করছেনা কেউ। যার ফলে ঠাকুরগাঁও জেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করণের লক্ষে জেলার সকল শপিংমল,তৈরি পোশাকের দোকান,কসমেটিকস ও জুতার দোকনসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
তিনি আরো জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে আগামীকাল ১৮ মে সকাল ৬টা থেকে পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত অনিদিষ্টকালের জন্য জেলার সকল শপিংমল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি দোকান,কাঁচা বাজার ওষুধের দোকান খোলা থাকবে।
যদি কেউ এই আদেশের অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।
Leave a Reply