দৌলতখানে জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছে। আহতরা হলেন সরোয়ার আলম (সবুজ), মাকসুদুর রহমান ও মোঃ মমিন। আহতদের মধ্যে মাকসুদুর রহমান ও সরোয়ার আলম দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মমিন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সরোয়ার আলম জানান, দীর্ঘ ৩০ বছর ধরে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে আমরা আমাদের মাতৃত্ব ওয়ারিশের সম্পত্তি ভোগ করে আসছি। ঘটনার দিন শনিবার (১৬ মে) বেলা ১১টায় আমি, মাকসুদুর রহমান ও মমিন আমাদের দখলীয় জমিতে গাছ লাগাতে গেলে মুনাফ গং এর নেতৃত্বে রশিদ, খালেক, হাসনাইন, করিম, জাফর, মঞ্জু, মামুন, জাহিদ ও আশরাফুল সহ ১৫ থেকে ২০ জন মিলে লাঠি ও রড নিয়ে পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা চালায়। পরে স্থানীয় লোকজন এসে আমাদেরকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় সরোয়ার আলম বাদী হয়ে দৌলতখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে
You cannot copy content of this page