ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের তুজারপুর গ্রামের ইউনিসেফের গ্লোবাল স্টাফ এ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান বর্তমান ফেডারেশন অব এ্যাসোসিয়েশন অব ফর্মার ইন্টারন্যাশনাল সিভিল সার্ভেন্ট এর কর্মকর্তা এ,কে,এম মাসুদ আহমেদের উদ্যোগে মহামারী করোনার প্রভাবে সংকটে পড়া এলাকার ৫ শতাধিক অসহায় হতদরিদ্র ও কর্মহীনদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, তেল, আলু প্রভৃতি। রবিবার সকালে ট্রাকে করে খাদ্যসামগ্রীগুলো নিয়ে তার নিজ বাড়ি থেকে বের হয়ে বেশ কয়েকজন স্বেচ্ছাসেবীরা ওয়ার্ডে ওয়ার্ডে বিভক্ত হয়ে বিতরনের স্থানগুলোতে পৌছে যায়। পরে সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় .হতদরিদ্রদের মাঝে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজসেবক মাকসুদ আহমেদ গোলাম মওলা, প্রভাষক শওকত আলী, বকুল মাতুব্বর, সাঈদ মাতুব্বর, সিরাজ মাতুব্বর প্রমুখ। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে মাকসুদ আহমেদ গোলাম মওলা বলেন, ইউনিসেফের সাবেক কর্মকর্তা এ,কে,এম মাসুদ আহমেদের নিজস্ব অর্থায়নে করোনায় ক্ষতিগ্রস্থ এলাকার অসহায়, হতদরিদ্রদের মাঝে উপহার হিসেবে এ খাদ্যসামগ্রীগুলো বিতরনের জন্য পাঠিয়েছেন। পর্যায়ক্রমে হতদরিদ্র পরিবারগুলোর মাঝে এসব নিত্যপ্রয়োজনীয় সামগ্রীগুলো তুলে দেওয়া হবে। মানবতার ডাকে সাড়া দিয়ে আমাদের পরিবারের পক্ষ থেকে অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য সামান্য চেষ্ঠা করছি। তিনি বলেন, এই চরম বিপর্যয়ে আমাদের সাধ্য অনুযায়ী অসহায়দের পাশে দাড়ানোর প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছি।
You cannot copy content of this page