সুজন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : মানুষ মানুষের জন্য। যার কারণে মহামারি করোনার এমন দুর্যোগে অনেকেই এসে পাশে দাঁড়িয়েছেন গরিব দুঃখীদের। যার যার সামর্থ্য অনুযায়ী সবাই চেষ্টা করছেন সবার পাশে থাকতে। তেমনি এক নজির স্থাপন করেছে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের সমাজ সেবক নুরজামাল।
তিনি নিজ অর্থায়নে নিম্নবিত্ত, অসহায় মানুষের পাশে বাড়িয়ে দিয়েছে সহযোগিতার হাত। সমাজ সেবক নুরজামাল এখন পর্যন্ত ঈদ উপহার হিসেবে ২০০ জনের মাঝে খাদ্য বিতরণ করেছেন। ক্ষুদ্র পরিসরে হলেও খাদ্য বিতরণের এ ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক জয়নাল আবেদীন, দেবীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আনছারুল হক, সমাজ সেবক ওমর ফারুক সহ প্রমুখ।
এ প্রসঙ্গে সমাজ সেবক নুর জামাল বলেন, বিবেকের তাড়নায় আমি এ সিদ্ধান্ত নিয়েছি। আমি আরো বড় পড়িসরে মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছে আছে। জানিনা কতটুকু পারব। তবে চেষ্টা করব করোনার এমন দুর্যোগের সময় আমার এই প্রচেষ্টা ধরে রাখতে।
Leave a Reply