সুজন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলাতে নতুন করে আরও ১ জন করোনায় আক্রান্ত হয়েছে। পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৩৬ জন।
সোমবার (১৮ মে) সন্ধ্যা ৭.৩০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।
তিনি বলেন, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও এর পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নে ৩৬ বছর বয়সী এক যুবক নতুন করে করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। তিনি সাম্প্রতিক ঢাকা হতে ঠাকুরগাঁওয়ে এসেছেন।
তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত ৩৬ জনের মধ্যে ১৯ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
উল্লেখ্য, এর আগে শনিবার (১১ এপ্রিল) বিকেলে জেলায় প্রথম হরিপুরে ২ জন ও পীরগঞ্জে ১ জন করোনা শনাক্তের পর। গত (১৭মে) সর্বশেষ ঠাকুরগাঁওয়ে ১ জন শনাক্ত হয়।
You cannot copy content of this page