ঠাকুরগাঁও প্রতিনিধি : ঈদ দরজায় কড়া নাড়ছে। অন্য বছরের মতো এ বছর ঈদের আমেজ নেই। চার দিকে শঙ্কা। করোনার ভয়ে সবাই যবুথবু। কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে অনেক মানুষ। মানবেতর জীবনযাপন করছে এমন পরিবারগুলোর মাঝে ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদের পক্ষ থেকে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- ৫ কেজি চাল, ৫০০ গ্রাম ডাল, ১ কেজি সেমাই, ১ কেজি চিনি, সুজি ৫০০ গ্রাম, ৫০০ গ্রাম তেল, গুঁড়া দুধ দেওয়া হয়।
মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলা আকচা, রহিমানপুর, চিলারং ও আখানগর ইউনিয়নের ৩শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
সামাজিক দুরত্ব বজায় রেখে রহিমানপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ঈদ উপহার দেওয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন।
এসময় উপস্থিত ছিলেন রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু, আক্চা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার রায়, আখানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, চিলারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী, রহিমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, জেলা পরিষদের হিসার রক্ষক দীলিপ কুমার প্রমুখ।
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন বলেন, করোনায় মধ্যবিত্ত পরিবারগুলোও কষ্টে রয়েছে। নিম্ম আয়ের মানুষ, মধ্যবিত্ত পরিবারদের কথা চিন্তা করে ঈদ উপহার দেওয়া হচ্ছে। জেলা পরিষদের চেয়ারম্যান মুহম্মদ সাদেক কুরাইশীর নেতৃত্বে সদর উপজেলার ২১ ইউনিয়নসহ জেলার সর্বত্রই জেলা পরিষদের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হবে।
You cannot copy content of this page