সুজন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ করোনা ভাইরাসের কারনে ঠাকুরগাঁও সদর উপজেলায় কর্মহীন হয়ে পড়া অসহায় দুঃস্থ ও গবীব দুই’শ পরিবারের মাঝে ঠাকুরগাঁও জেলা পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের অর্থায়নে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ভুল্লী ডিগ্রি কলেজ মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
জেলা পরিষদের সদস্য রওশনুল হক তুষার এর সার্বিক ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।
এছাড়াও উপস্থিত ছিলেন, ৫ নং বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাজ ৮৮ ভুল্লী শাখার শ্রমিক নেতা জোবায়দুর, জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন, ভুল্লী শাখা,রাজ ৮৮ এর সহ-সভাপতি আব্দুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ,দপ্তর সম্পাদক আল মামুন, ভুল্লী শ্রমিক লীগের সভাপতি রহুল আমিন, সহ-সভাপতি শাহজাহান বালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আশরাফুল হক ইদু, বালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, জাকিরুল ছাত্রলীগ নেতা ওমর ফারুক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিন দিনমজুর, হোটেল শ্রমিক, ভ্যানচালক, সিএনজি চালক, ফেরিওয়ালা, ভবোঘুরে, চায়ের দোকানদার, অসহায় দুঃস্থ ও গবীব এমন দুই’শ পরিবারের মাঝে ৫ কেজি চাল, ৫০০ গ্রাম ডাল, তেল ৫০০ গ্রাম, সেমাই ৫০০গ্রাম, চিনি ১ কেজি সুজি ৫০০ গ্রাম, দুধ ১ কেজি পেকেট সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply