এম,আবদুল্লাহ সরকার - রায়গঞ্জ প্রতিনিধিঃসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আর আর স্পিনিং এ্যান্ড কটন মিলস কর্তৃপক্ষ শ্রমিকদের চলতি মাসের কর্মদিবসের সকল টাকা ও ঈদ বোনাস পরিশেোধ করেছে।
গত শনিবার বেতন বোনাসের দাবীতে আকস্মিক বিক্ষোভে ঢাকা- বগুড়া মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। তারা প্রায় ঘন্টা খানিক রাস্তায় অবস্থান নিলে রাস্তার উভয় পাশে শ'শ' গাড়ি আটকা পড়ে। পরে স্থানীয় হাটিকুমরুল ও সলঙ্গা থানার কর্মকর্তারা উপস্থিত হয়ে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনেন।
পরে সোমবার শ্রমিকদের চলতি মাসের বেতন বোনাস সহ সমুদয় টাকা পরিশোধ করে শ্রমিক আন্দোলনে অসন্তোষ ও ক্ষোপ প্রকাশ করে এক প্রতিবাদ লিপি অফিসের নোটিশ বোর্ডে টাঙ্গিয়ে দেয়া হয়।
প্রতিবাদলিপিতে কর্তৃপক্ষ শ্রমিকদের আন্দোলনের ফলে কারখনার সুনাম ক্ষুন্ন হয়েছে বলে জানান। সেই সঙ্গে কেন তারা কাজ বন্ধ রেখে আন্দোলন করে মিলের উৎপাদন ও সুনাম নষ্ট করল তার তীব্র প্রতিবাদও জানান।
প্রতিষ্টানের জিএম মোঃ মন্জুরুল আলম বলেন, আমাদের প্রতিষ্টানে কোন মাসের টাকা বাকী থাকে না, শ্রমিকরা কার ইশারায় এমন আচরন করল তা খতিয়ে দেখা হচ্ছে।
You cannot copy content of this page