কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে করোনার প্রাদূর্ভাবে মানুষকে ঘরে রাখতে নানামুখী পদক্ষেপ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী।
তারই ধারাবাহিকতায় সোমবার (১৮ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় উপজেলার ব্যস্ততম এলাকা সিমান্তবাজরে এই আদালত পরিচালনা করা হয়। এই প্রথম আদালতের সাজা ও জরিমানায় সাধারণ জনগণের মধ্যে স্বস্তির ভাব লক্ষ্য করা গেছে। ছোট কোন প্রয়োজনে বা অকারণে যারা মার্কেটিং বা ঘোরাঘুরি করছিলেন তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা ও মামলা দিয়ে আটক করা হয়েছে। সড়ক পরিবহন আইন, সংক্রমণরোধ আইন ও দন্ডবিধি প্রয়োগ করে এই আদালত দশটি মামলায় আটক করেছে ১৫ জনকে। এছাড়া কয়েকজনের নিকট থেকে নয়হাজার নয়শত টাকা তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয়েছে। সিমান্তবাজারের একজন ব্যবসায়ী জানান, 'আমরা জরিমানা দিয়েও খুশি এই জন্য যে তবুও মানুষ ঘরে থাকুক। এতে করে করোনার সংক্রমণ রোধ করা যাবে।'
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, 'করোনায় দেশে বর্তমানে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। এর সংক্রমণ ঠেঁকাতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি।'
You cannot copy content of this page