ফেসবুকে আর বাংলাদেশের কিছু গণমাধ্যমে রেমডিসিভিরকে নিয়ে যে উচ্ছাস দেখানো হচ্ছে তা রীতিমত বিভ্রান্তিকর। মনে হচ্ছে পৃথিবীর মধ্যে একমাত্র বাংলাদেশেই করোনা চিকিতসায় কার্যকর ওষুধ চলে এসেছে। তাহলে করোনা ভাইরাস নিয়ে আর ভাবনা কী? অথচ বিশ্বের সব বিজ্ঞানীরা কি চেষ্টাটাই না করছেন টিকা বা ওষুধ আবিষ্কার করতে।
অতি দামের এই ওষুধ নিয়ে যে একটা বানিজ্য চক্র তৈরি হয়েছে সেটা বোঝা যাচ্ছে। আমি খোদ আমেরিকান ও বৃটিশ পত্রিকাগুলোর অনলাইন সংস্করণ ঘেটে এই ওষুধের ওপর এমন নির্ভরতা খুঁজে পেলাম না। হয়ত আমারই মুর্খতা।
কানাডা থেকে সাংবাদিক শওগাত আলী সাগর লিখেছেন, মার্কিন কোম্পানি জিলিয়াড সায়েন্স, অনুমতি পাওয়ার পরও দ্বিধায় আছে এই ওষুধের কার্যকারিতা নিয়ে। অথচ আমাদের কোম্পানিগুলো উৎপাদনও করে ফেলল। বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোর কোন R & D নাই, আছে কেবল কোথায় কি আবিষ্কার হল, সেটার ফর্মুলা নিয়ে এসে দেশে বানিজ্য করা।
(সৈয়দ ইশতিয়াক রেজার ফেসবুক থেকে)
Leave a Reply