ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জা স্বামী শোয়েব মালিককে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। লকডাউনের কারণে ছেলে ইজহানকে নিয়ে ভারতের হায়দরাবাদে গৃহবন্দি রয়েছেন সানিয়া। আর শোয়েব ঘরবন্দি আছেন পাকিস্তানের শিয়ালকোটে।
সম্প্রতি ফেসবুক লাইভে এসে সানিয়া বলেন, শোয়েব পাকিস্তানে আটকে পড়েছে আর আমি এখানে (ভারতে)। এটার (লকডাউন) সঙ্গে ডিল করা খুবই কঠিন হয়ে উঠছে। কারণ, আমাদের ছোট একটি সন্তান আছে। আমি জানি না, ইজহান কবে আবার বাবাকে সামনাসামনি দেখার সুযোগ পাবে।
তিনি বলেন, আমি ও শোয়েব-দুজনই খুব প্র্যাক্টিক্যাল (বাস্তববাদী)। তার মা পাকিস্তানে একা থাকেন। উনার বয়স ৬৫ বছর। তাই এসময়ে সেদেশেই ওর থাকাটা স্বাভাবিক। শুধু প্রার্থনা করছি, এই সংকট থেকে যেন আমরা সুস্থভাবে বেরিয়ে আসতে পারি।
এদিকে সানিয়ার সাফল্যে সম্প্রতি যোগ হয়েছে আরেকটি পালক। প্রথম ভারতীয় টেনিস তারকা হিসেবে জিতেছেন ফেড কাপ হার্ট অ্যাওয়ার্ড। এ থেকে প্রাপ্ত সব অর্থ করোনা ত্রাণ তহবিলে দান করেছেন তিনি।
You cannot copy content of this page