আব্দুর রউফ রুবেল, নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের শ্রীপুরে দিলরুবা আক্তার(১১) নামের ৫ম শ্রেনীর এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২০মে) সকালে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিধাই গ্রামের ভোমরার বিটা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত দিলরুবা আক্তার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিধাই গ্রামের রইস উদ্দিন এর মেয়ে। সে স্থানীয় বিধাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী ছিলো ।
পারিবারিক সূত্রে জানা যায়, দিলরুবা আক্তার ইদে নতুন জামা কিনে দেওয়ার জন্য পরিবারের কাছে বায়না ধরে।কিন্তু পোশাক শ্রমিক মা বেতন না পাওয়ার কারণে জামা কিনে দিতে পারেননি। পরে সকালে দিলরুবার মা প্রতিদিনের মতো কারখানার ডিউটিতে চলে যাওয়ার পরে কিনো এক সময় ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, আত্নহত্যার ঘটনায় স্থানিয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশ উদ্ধার করে। পরে স্থানীয়দের অনুরোধে এবং নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে লাশ হস্থান্তর করা হয়েছে।
You cannot copy content of this page