প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৭:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২০, ১০:২৯ অপরাহ্ণ
সদরে ৩০ জন সহ নেত্রকোনায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৪
আব্দুন নূর,নেত্রকোনা হতে: নেত্রকোনা সদরে ৩০ জন সহ ২৪ ঘন্টায় মোট আক্রান্ত হয়েছে ৪৪ জন। আজ ২০ মে বুধবার করোনা ভাইরাসের রোগী শনাক্তকৃদের মধ্যে সদর উপজেলায় ৩০জন, পূর্বধলা উপজেলায় ১০জন, দুর্গাপুর উপজেলায় ২জন, আটপাড়া উপজেলায় ১জন, মোহনগঞ্জ উপজেলায় ১জন।
জেলা সিভিল সার্জন তাজুল ইসলাম খান জানান, আজ সর্বমোট প্রাপ্ত ৪০৭টি রিপোর্টের মধ্যে করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে ৪৪জন।
ময়মনসিংহ ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্ট ২১২টি, আই সি ডি ডি আরবি থেকে প্রাপ্ত ৫৮টি, আই পি এইচ থেকে প্রাপ্ত ৯১টি ও পূর্বের ৪৬টি রির্পোট স্থগিত রয়েছে ।
আজ পর্যন্ত পরীক্ষাগারে প্রেরিত নমুনার সংখ্যা ২৭১১টি, এর মধ্যে ২৫৫১টির রির্পোট পাওয়া গেছে।
জেলায় শনাক্তকৃত সর্বমোট ১৬৮জন, সুস্থ হয়েছে ৪৭জন, আজ পর্যন্ত মৃত্যু হয়েছে ০২ জনের।
© 2024 Probashtime