সুজন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ করোনা পরিস্থিতিতে দেশে চলমান সাধারণ ছুটির কারণে কর্মহীন হয়ে পড়েছেন দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এমন সময়ে ঠাকুরগাঁও সদর উপজেলার কাচারী বাজার উচ্চবিদ্যালয়ে অধ্যয়নরত ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণীর শিক্ষার্থীদের ঈদ উপহার বিতরণ করলেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
এই বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ তাদের পরিবার যেন ঈদ আনন্দ থেকে বঞ্চিত না হয় সেজন্য স্কুল ম্যানেজিং কমিটি সভাপতি উদ্যোগে ও শিক্ষক শিক্ষিকা বৃন্দের সহযোগিতায় আজ বৃহস্পতিবার (২১ মে) স্কুল মাঠে ২৫০ জন দুস্থ শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার দিয়েছে।
উপহারসামগ্রীর মধ্যে ছিল আতপ চাল, সেমাই, দুধ, চিনি, মুড়ি।
উপহার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জুলফিকার আলী ভুট্টো, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য চন্দ্র প্রসাদ বর্মন, বডগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক মনি দেবনাথ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতিকান্ত দেবনাথ সহ ম্যানেজিং কমিটির সদস্য গণ ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জুলফিকার আলী ভুট্টো বলেন, স্কুলের সব শিক্ষার্থী যেন বাড়িতে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে পারে তাই ম্যানেজিং কমিটির এই উদ্যোগ। স্কুলের উন্নয়ন তহবিল থেকে নেওয়া কিছু টাকার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে দেওয়া কিছু টাকা মিলিয়ে এই খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।
আমাদের এই উদ্যোগ যদি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের হতদরিদ্রদের দুঃসময়ে এগিয়ে আসার অনুপ্রেরণা যোগায় তবেই এই ধরনের কাজের সফলতা আসে বলে তিনি উল্লেখ করেন।
You cannot copy content of this page