সুজন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : করোনা ভাইরাসের কারণে ঠাকুরগাঁওয়ে অসহয় হয়ে পড়া ২শ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে উপহার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন পুলিশ সুপার মনিরুজ্জামান মনির।
বীর মুক্তিযোদ্ধা মরহুম এ্যাডভোকেট সিরাজুল ইসলাম(পাগলা এমপি)’র মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার বড় কন্যা সিনথিয়া শারমীন বিনতে সিরাজ (লুনা)’র পক্ষ থেকে ২ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
উপহার সামগ্রী বিতরণে তত্ত্বাবধানে ছিল জেলা স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ্ এ্যাপেলো, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক সহ স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দরা ।
You cannot copy content of this page