সবুজ সরকারঃ
সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ধুলদিয়া গ্রামের করোনায় আক্রান্ত রোগী হাফিজুর রহমান (৩৪) বাড়িতে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে উপহার সামগ্রী পাঠালেন উপজেলা প্রশাসন। শুক্রবার (২২ মে) বিকালে উপহার সামগ্রী পৌঁছে দিতে হাফিজুর রহমান বাড়িতে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান এর পক্ষ থেকে বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমতুল্লাহ।
জানা যায়, বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ধুলদিয়া গ্রামের আনোয়ার মুন্সির ছেলে হাফিজুর রহমান গত ১০ মে করোনা রিপোর্ট পজেটিভ আসলে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমতুল্লাহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী হাফিজুর রহমানের বাড়িতে পৌঁছে দেয়া হয়। বর্তমানে হাফিজুর সুস্থ এবং ভালো আছে।
Leave a Reply