কোন প্রকার ফটোসেশন ছড়াই অনেকটা নিরবে নিভৃতে করোনা প্রতিরোধে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি কাপাসিয়া উপজেলাবাসীর জন্য কাজ করে যাচ্ছেন। নিয়মিত নিচ্ছেন সাধারণ মানুষের খোঁজখবর। সমস্যার কথা শুনছেন। অসহায় মানুষকে পরামর্শ দিচ্ছেন। হাতে তুলে দিচ্ছেন খাদ্য সামগ্রী। কোভিড-১৯ প্রতিরোধে মাঠ পর্যায়ে কাজ করা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের মনোবল চাঙ্গা রাখার জন্য বঙ্গতাজ কন্য বিভিন্ন ভাবে কাজ করছেন। এই ক্লান্তিকালে শিক্ষার্থীদের লোখা-পড়ার উপর গুরুত্ব দিয়ে যোগাযোগ করছেন অভিভাবকদের সাথে। উপজেলাবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চিকিৎসা ব্যবস্থার উপর নজর রাখছেন নিয়মিত। করোনা আক্রান্ত ব্যক্তিকে সহস যোগাচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, করছেন চিকিৎসার ব্যবস্থা। স্বাস্থ্য সেবার পাশাপাশি হাজার হাজার কর্মহীন অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
জানা যায়, করোনা প্রাদুর্ভাবে অসহায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র পরিবারে ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি। কখনো নিজে খাবারের প্যকেট নিয়ে ছুটে গেছেন অসহায়দের ঘরে। আবার কখনো স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মাধ্যমে ঘরের দরজার সামনে খাবর পৌঁছে দিয়েছেন। করোনা প্রাদুর্ভাব শুরুর দিকে প্রথম পর্যায়ে ৫০০০ পরিবার, ২য় পর্যায়ে ২৫০০ পরিবার, ৩য় পর্যায়ে ৩০০০ পরিবার, ৪র্থ পর্যায়ে ৫৫০০ পরিবার ও ৫ম পর্যায়ে ২৫০০ পরিবারসহ মোট ১৮৫০০ পরিবারে খাদ্য সামগ্রী ও ঈদ সামগ্রী দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। নাপিত, শীল, মুচি, চা ও হোটেল কর্মচারী, পরিবহন শ্রমিকসহ নিন্ম আয়ের মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, সাবান, পোলার চাল, চিনি, গুঁড়ো দুধ, দুই প্রকার সেমাই বিতরণ করেন।
এসব খাদ্য সামগ্রী উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে ট্রাকে করে মোট ১১টি ইউনিয়নে পাঠানো হয়েছে। ইউনিয়ন থেকে তা ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীদের কাছে হস্তান্তর করার পর তা গ্রামের অসহায়দের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন তারা। আওয়ামী লীগের সার্বিক সহযোগিতায় খাবার প্যাকেট কারার কাজ করেছেন ছাত্রলীগের নেতা কর্মীরা।
কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ বলেন, স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি আপা কোন প্রকার প্রচার ছাড়াই কাজ করছেন। তিনি যেখানেই থাকেন, সব সময় কাপাসিয়ার মানুষের কথা ভাবেন ও বলেন। মানবিক কাপাসিয়া গড়ার জন্য তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি থাকেন মানুষের প্রয়োজনের সাথে, মানুষের চাহিদা মিটাতে। অসহায়দের মনের পরতে পরতে থেকে খোঁজ নেওয়া একজন ব্যক্তির নাম রিমি আপা।
প্রতিদিনেরসময়/আকাশ
You cannot copy content of this page