ভোলা -২ আসনের সাংসদ আলি আজম মুকুল এমপি। শনিবার সকাল ১১ টায় দৌলতখান রাধাবল্লাব সংলগ্ন মসজিদ এর কাছ থেকে নৌকাযোগে হাজিপুর চরে যান এমপি মুকুল। তিনি হাজিপুরের মানুষের মাঝে সরকারি সহায়তা ত্রাণ বিতরন করেন। নিজ তহবিল থেকে ঈদ উপহার দেন প্রতিটি পরিবারকে। মানুষের মাঝে বিতরন করেন নগদ অর্থ। সরকারি সহায়তা ৩০ কেজি করে চাল দেওয়া হয় প্রতিটি পরিবারের মাঝে। এমপি মুকুল বলেন হাজিপুর ইউনিয়ন দৌলতখানের ঐতিহ্যবাহি ইউনিয়ন। এখানে বহু সম্মানিত ব্যক্তির বাসস্থান। আমাদের অহংকার বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামালের জন্ম এই হাজিপুরে। তাই হাজিপুরের মানুষকে আধুনিক সব সুযোগ সুবিধার আওতায় আনা আমাদের দ্বায়িত্ব।সোলার প্যানেল স্থাপনের মাধ্যদিয়ে আলোকিত হয়েছে হাজিপুর। সাবমেরিন ক্যাবেল স্থাপনের মধ্যদিয়ে বিদ্যুৎ এর ব্যবস্থা করা হবে। মানুষের চিকিৎসা, শিক্ষা সহ মৌলিক সকল চাহিদা পুরন করতে বদ্ধপরিকর আমরা। শেখ হাসিনা সরকার কথায় নয় কাজে বিস্বাশি। মাননীয় নেএী চরাঞ্চলের মানুষ কে ভালোবাসেন তার সকল চিন্তা এসব মানুষ কে নিয়ে। তাদের সেবায় নৌ এ্যাম্বুলেন্চ প্রদান করা হয়েছে। চর গুলো জলদশ্যু মুক্ত করেছি। মেঘনায় জেলেদের নির্বীগ্নে মাছ স্বিকার করতে পারছে। ইনশাআল্লা আধুনিক বাংলাদেশের সব শুবিধা ভোগ করবে হাজিপুর বাসি। হাজিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগ সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপুর সার্বিক তত্বাবধানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মন্জুর আলম খান, উপজেলা নির্বাহি কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ, ভবানীপুর ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবু, হাজিপুর ইউপি আওয়ামিলীগ সাংগঠনিক সম্পাদক ডাঃ ফয়সাল পারভেজ, ইউপি পরিষদ সদস্য বৃন্দ।
প্রতিদিনেরসময়/আকাশ
Leave a Reply