সুজন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে নতুন করে আরও ১০ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে ও এপর্যন্ত জেলায় করেনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬১ জনে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন।
শনিবার (২৩ মে) রাত সাড়ে ৮ টার দিকে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহামান সরকার এ খবর নিশ্চিত করেন
সিভিল সার্জন ডা. মাহফুজার রহামান সরকার জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হতে সর্বশেষ রির্পোট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় আজ নতুন করে ১০ জনের শরীরে করেনা পজেটিভ পাওয়া গেছে।
করোনায় নতুন করে আক্রান্তরা হলেন, জেলার সদর উপজেলায় ৩ জন, বালিয়াডাঙ্গী উপজেলার ৬ জন এবং পীরগঞ্জের ১ জন । মোট আজ নতুন ১০ জনের করোনা পজেটিভ রির্পোট পাওয়া গেছে। এপর্যন্ত জেলা মোট আক্রান্তের ৬১ জন।
সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার করোনা নিয়ে আতঙ্ক না হয়ে সচেতন হওয়ার আহবান জানান ও সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলে সকলকে ঘরে থাকার পরামর্শ দেন তিনি ।
You cannot copy content of this page