ঠাকুরগাঁও প্রতিনিধি : করোনাভাইরাসের প্রভাবে ঠাকুরগাঁওয়ের ১৫০ কর্মহীন ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের নিয়ে গঠিত ওল্ড রাজশাহী ক্যাডেটস অ্যাসোসিয়েশনের (অরকা)।
শনিবার জেলার হরিপুর উপজেলার তারবাগান গ্রামে ১৫০ জন কর্মহীন ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ১৫০ জনের প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ৫০০ গ্রাম সেমাইসহ বিভিন্ন খাদ্যসামগ্রী দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট ও ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু, হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল, রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট সাকিবুর রহমান রাসেল, শামসুত তাবরীজ, হরিপুরের কৃতি সন্তান বর্তমান ক্যাডেট আল-আমিন প্রমুখ।
রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট সাকিবুর রহমান রাসেল বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গ্রামের খেটে খাওয়া অসহায় ও দুস্থ মানুষগুলো বিপাকে পড়েছে। তাই দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই এসব মানুষের কয়েক দিনের খাদ্যের ব্যবস্থা করেছে প্রাক্তন ক্যাডেটরা। সব প্রাকৃতিক দুর্যোগেই অসহায় দেশবাসীর পাশে দাঁড়ায় আমাদের প্রাণের সংগঠন অরকা।
Leave a Reply