সুজন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : করোনা ভাইরাসের কারণে ঠাকুরগাঁওয়ে ঘরে বসে থাকা ১০০ কর্মহীন, অসহায় ও নিম্ন আয়ের মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে স্বেচ্ছাসেবক লীগ।
শনিবার ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগ ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহযোগীতায় সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
১০০ পরিবারের প্রত্যেককে চাল, সেমাই, দুধ, চিনি, মুড়ি, জীবানুনাশক সাবানসহ বিভিন্ন খাদ্যসামগ্রী ঈদ উপহার হিসেবে দেওয়া হয়।
ঈদ উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ্ এ্যাপোলো, সাংস্কৃতিক সম্পাদক স্বপন কুমার ঘোষ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোজাহিদুল ইসলাম শুভ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, স্বেচ্ছাসেবক লীগ নেতা তুষার, সুজন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম তালাশ, জগন্নাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তফা, সাধারণ সম্পাদক জহির প্রমুখ।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ্ এ্যাপোলো বলেন, সকলকে সামাজিক দুরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে, সরকারের দেয়া স্বাস্থ্যবিধিসহ সকল নিয়মকানুন মেনে চলতে হবে। তাহলেই করোনা ভাইরাসকে প্রতিরোধ করা সম্ভব। করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
You cannot copy content of this page