প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৫:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২০, ৫:১৫ পূর্বাহ্ণ
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষা বোর্ড মসজিদে ঈদের নামাজ আদায় করবেন
শাহিনুর রহমান সোনা, রাজশাহী: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহীর চেয়ারম্যান প্রফেসর ড. মোহা: মোকবুল হোসেন এক বার্তায় শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষাবোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারীদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।
প্রফেসর মোকবুল তার বার্তায় বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ধর্মীয় উৎসব ঈদের আনন্দ ঘরে বসেই পরিবারের সাথে কাটানো উচিৎ, কেননা এই আনন্দ যেন পরিবার, দেশ ও জাতির জন্য চোখের জলের কারণ হয়ে না দাঁড়ায়। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের যে কোন প্রান্তের স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়া সম্ভব।
তিনি আরো বলেন, আমি এবারের ঈদের নামাজ রাজশাহী শিক্ষাবোর্ড চত্বরের শিক্ষাবোর্ড জামে মসজিদে আদায় করবো।
© 2024 Probashtime