ঈদ মোবারক ! ঈদ মোবারক !! ঈদ মোবারক !!!
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে, বিডিআইটি জোন এর সম্মানিত ক্লায়েন্ট ও শেরপুর জেলার সর্বস্তরের জনগন সহ দেশবাসী কে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক।
রমজানের ওই রোজার শেষে পালনের এলো খুুুশির ঈদ।
পবিত্র ঈদুল ফিতরের প্রতি বছর আমাদের জন্য বয়ে নিয়ে আসে আনন্দের নতুন বার্তা। ঈদ আমাদের জাতীয় উৎসব, তাই আমাদের জাতীয় জীবনে অশান্তি দূর করায় আমরা নিতে পারি শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ।
যদি তা সম্ভব হয় তবে এই জাতীয় উৎসব আমাদের জাতীয় জীবনের সব ক্ষেত্রে আনন্দ বয়ে আনবে, তাই আপনারা সকলেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শ মেনে নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ পালন করবেন এটা আমাদের সবার প্রত্যাশা।
ঈদ হাসতে শিখায়, ভালোবাসতে শিখায়, ত্যাগের মহিমা শিখায়…
সামাজি দূরত্ব বজায় রেখে, ঈদ উপভোগ করুন
আপনি বাঁচুন, পরিবার বাচাঁন, দেশ বাচাঁন…
শুভকামনায়
ইফতেখার হোসেন পাপ্পু
সিইও
বিডিআইটি জোন (ডোমেইন হোস্টিং প্রোভাইডার)
You cannot copy content of this page