সুজন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঈদের আগে ইসলামিক ফাউণ্ডেশনের মাধ্যমে সদর উপজেলার সকল মসজিদের টাকা বিতরণ করা হয় ।
আজ ঈদের পরদিন শুকানপুকুরী ইউনিয়নের কার্তিকতলা বাজারে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মেম্বার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনকে জানান যে তার ইউনিয়নের ফাউন্ডেশনের ইউনিয়ন লিডার ব্যাংরোল বুঝারিপাড়া মসজিদের খতিব মোঃ জয়নাল আবেদিন ওরফে মন্ডল (৪০) পিতা তোয়াজ শেখ ৩টি মসজিদকে ২৫০০/ ৩৫০০ করে দিবে,খবর পেয়ে তৎক্ষনাৎ উপজেলা নির্বাহী অফিসার সদর থানার পুলিশ ফোর্সসহ সেখানে উপস্থিত হয়ে আটক করেন।
এসময় ৩ মসজিদের ইমাম বলেন, তাদের ২ জনকে ২৫০০ এবং ১ জনকে ৩৫০০ টাকা দিয়েছেন এসময় জয়নাল আবেদিনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন যে তিনি টাকা বিতরণের সময় ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড অফিসারকে ভুয়া ৩ জন ইমাম দেখিয়ে টাকা উত্তোলন করেছেন। তবে তিনি ঐ ৩ মসজিদকে পরে ডেকে নিয়ে কিছু টাকা দিয়ে বাকী টাকা আত্বস্বাৎ করার চেষ্টা করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার এসময় ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড অফিসারকে ডেকে আনেন, তিনি এসময় মাষ্টাররোল লিস্ট নিয়ে দেখান।
এসময় ইউনিয়ন লিডারের অপরাধ প্রমানিত হয়।
তাই তাকে সরকারী নির্দেশনা অনুযায়ী কাজ না করে মাননীয় প্রধানমন্ত্রীর অনুদানের টাকা আত্বস্বাৎ করায় তাকে উপজেলা নির্বাহী অফিসার ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উল্লেখ্য উপজেলা নির্বাহী অফিসার অনুদানের টাকা সঠিকভাবে বিতরণ হয়েছে কিনা সে বিষয়ে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারকে নিশ্চিত করার নির্দেশনার দেয়ার পর এই অভিযোগ পাওয়া যায়।
সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন বলেন, এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।
Leave a Reply