দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৫৪৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৪১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ২৪২ জন।
বুধবার (২৭ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৫৪১ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ২৪২ জন। গত ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৫৪৪ জনের মৃত্যু হয়েছে।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৩৪৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭ হাজার ৯২৫ জন।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৫৫ লাখ ৮৮ হাজার ৪০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ লাখ ৫০ হাজার ৪১৭ জন। বিপরীতে সেরে উঠেছেন ২৪ লাখ ৪৩ হাজার ৮০৩ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৪৪ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ২৪২ জন।
You cannot copy content of this page